প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:৩৫ এ.এম
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সোহাগ মোল্যা (২৭)। তিনি ওই গ্রামের সফি মোল্যার ছেলে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সোহাগ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে গ্রামসংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সোহাগ ছিলেন শান্ত স্বভাবের তরুণ। তার এভাবে মৃত্যু পরিবারসহ পুরো গ্রামকে শোকাহত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, পরিবারের সদস্যরা জানান, সোহাগের কোনো শত্রুতা ছিল না। তবে কীভাবে এ মৃত্যু ঘটল, তা নিয়ে তারা দিশেহারা। স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা উচিত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু—তা এখনও পরিষ্কার নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
নিহতের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের পাশাপাশি আতঙ্কও দেখা দিয়েছে। এলাকায় এখন একটাই প্রশ্ন—কীভাবে ঘটল এ মর্মান্তিক ঘটনা?
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin