নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ট্রোকে মারা গেলেন স্ত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে তাদের দুজনকে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে। মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও তার স্ত্রী বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তারা ছিলেন ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।
কিন্তু তার মাত্র ১২ মিনিট পরই ঘটে আরও মর্মান্তিক ঘটনা। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় থাকা অবস্থায় স্ত্রী বিবি মরিয়ম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান। এরপর দ্রুত তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু বলেন, “একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।”
এমন করুণ ঘটনায় গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। সন্তান হারানো পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, এ ঘটনা দীর্ঘদিন মনে রাখার মতো একটি ব্যথাতুর অধ্যায় হয়ে থাকবে উন্দানিয়া গ্রামে।