প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৪২ এ.এম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক আকাশের বাড়িতে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আমিনার রহমানের ছেলে আকাশের বাড়িতে গিয়ে এ কর্মসূচি শুরু করেন তিনি।
তরুণীর অভিযোগ, স্থানীয় এক মাদরাসায় পড়ালেখার পাশাপাশি তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হয়। প্রায় সাত বছর আট মাস ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন তারা। একপর্যায়ে আকাশ বিয়ের আশ্বাস দিয়ে তাকে বিভিন্ন পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য করেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই আকাশ যোগাযোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে আকাশের বাবা আমিনার রহমান বলেন, “আমার ছেলে বাড়িতে নেই। কট (বন্ধকনামা) দেওয়া জমির টাকা দিতে গিয়ে আর ফেরেনি। শুনেছি সে বাংলাবান্ধায় গেছে। তার মোবাইলও বন্ধ আছে।”
তরুণীর মা আছমা বেগম জানান, “আমরা চাই মেয়েটি যে বাড়িতে গিয়েছে, সেখানেই তার বিয়ে হোক।”
সন্ধ্যার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আনোয়ারা পারভীন প্রথমে তরুণীকে নিজের হেফাজতে নিলেও তিনি সেখানেও থাকতে রাজি না হওয়ায় আবার প্রেমিকের বাড়িতেই ফিরে যান।
ইউপি সদস্য আইবুল হক বলেন, “প্রথমে মেয়েটিকে তার বাবার কাছে পৌঁছে দিয়েছিলাম। পরে শুনি সে আবারও ছেলের বাড়িতে চলে গেছে। রাতে কোনো সমাধান না হওয়ায় থানায় অবহিত করি।”
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, “এ বিষয়ে খবর পেয়েছি। তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না, তবে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় জনপ্রতিনিধিদের মীমাংসার উদ্যোগ চললেও তরুণীর দাদা জয়নাল আবেদীন জানান, ছেলের বাবা এখনো বিয়েতে রাজি হননি। ফলে অনশনের বিষয়টি অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin