প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩৭ এ.এম
নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জে মাদ্রাসা প্রিন্সিপালের লাশ উদ্ধার

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি ও শান্তিগঞ্জের বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ দিরাই উপজেলার শরিফপুর নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি এবং জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা-সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে বের হন মাওলানা মুশতাক আহমদ। সেদিন শান্তিগঞ্জ উপজেলা ও আশপাশের কয়েকটি স্থানে যান তিনি। রাত ১১টা পর্যন্ত তার অবস্থান দিরাই রাস্তার মোড় পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
৩ সেপ্টেম্বর নিখোঁজের পর তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তার সন্ধানের দাবিতে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin