প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩৬ এ.এম
নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের তৎপরতা

নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলা পুলিশের ব্যাপক অভিযান। ইতোমধ্যে বিভিন্ন মামলা ও পরোয়ানায় মোট ৪৫ জনকে গ্রেফতার, উদ্ধার হয়েছে চোলাই মদ ও ইয়াবা।
নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় তৎপর জেলা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. মেনহাজুল আলম, পিপিএম।
পদায়নের পর থেকেই তার সার্বিক দিক-নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। এ পর্যন্ত নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত ৪০ জন, প্রিভেন্টিভ ৩ জন এবং উদ্ধারজনিত ২ জনসহ সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গ্রেফতার অভিযানের মধ্যে রায়পুরা থানা পুলিশ ৫০ লিটার চোলাই মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে মাধবদী থানা পুলিশ ১১ পিস ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করেছে।
এছাড়া জেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আরও উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় টহল জোরদার, পূজামণ্ডপ পরিদর্শন, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin