প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১:১৩ পি.এম
গোপালগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে সংশ্লিষ্ট ড্রেজার মালিক ও জমির মালিককে জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে দেখা যায়, সরকারি অনুমোদন ছাড়াই নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পরিবেশ ও স্থানীয় নদী তীরবর্তী এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
সরকারি নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। তাই ড্রেজার মালিক ও জমির মালিক উভয়কেই জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বালু ব্যবসা দমন ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin