সাতক্ষীরায় পুজা কমিটির নেতার মরদেহ উদ্ধার

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। সাতক্ষীরায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। জেলার একটি পূজা কমিটির প্রভাবশালী নেতা বিজন কুমার এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া।
মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বিজন কুমারের মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ইতোমধ্যেই ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পাশাপাশি, আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। বিজন কুমার শুধু একজন পূজা কমিটির নেতা নন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্থানীয়রা তাকে একজন নির্ভরযোগ্য ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে চিনতেন। ফলে তার আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েছেন।
সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপে তার নেতৃত্বে নানা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। পূজা উদ্‌যাপন ছাড়াও তিনি নানা সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ আশাবাদী যে শিগগিরই মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।