প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:৪৭ এ.এম
নড়াইলে লোহাগড়ার ঘাঘা-কোটাকোল অংশে বেড়িবাঁধ নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা-কোটাকোল এলাকায় নবগঙ্গা-মধুমতী প্রকল্পের আওতায় নতুন করে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আদালত সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় “কৃষক, বসতবাড়ি, কৃষিজমি, খেলার মাঠসহ গ্রাম বাঁচাও”—এই স্লোগান মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনে ঘাঘা-কোটাকোল এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সরকারের কাছে প্রকল্পটি বাতিলের জোর দাবি জানান। স্থানীয়দের মতে, এই বেড়িবাঁধ নির্মিত হলে শত শত পরিবার ক্ষতির মুখে পড়বে।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন বি এম ফরিদুজ্জামান, কে এম মিঠু, বি এম আবুল কালাম ও মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, “কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নীলনকশা বাস্তবায়ন হলে নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো আবারও ক্ষতির মুখে পড়বে। সামান্য জমি-বাড়িঘর যা বাকি আছে, সেটুকুও হারিয়ে যাবে।”
তারা আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যেই কার্যকর উদ্যোগ নিয়েছে এবং তা সফল হয়েছে। ফলে নতুন করে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন নেই। বরং এটি কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠ ও স্থানীয় অবকাঠামো ধ্বংস করে সাধারণ মানুষের জীবিকা হুমকির মুখে ফেলবে।
মানববন্ধন শেষে ঘাঘা-কোটাকোল গ্রামের মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে প্রকল্পটি বাতিল করে বিকল্প সমাধান খোঁজার দাবি জানানো হয়।
এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দেন, তাদের ন্যায্য দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সরকার জনগণের পাশে দাঁড়িয়ে গ্রামীণ জীবিকা ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin