নীলফামারী: নীলফামারী উত্তরা ইপিজেডে যৌথবাহিনীর হাতে এক শ্রমিক হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হত্যার প্রতিবাদে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে শতাধিক শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব। তিনি বলেন, “শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। প্রশাসন যদি এতে ব্যর্থ হয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”
এসময় তিনি শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মো. লুৎফর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি ফয়জুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা অন্যায় এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
বাংলাদেশে তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলেও শ্রমিকদের বেতন, নিরাপত্তা ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে ইপিজেড এলাকায় শ্রমিকরা প্রায়শই বেতন-ভাতা, ওভারটাইম এবং নিরাপত্তা সংকট নিয়ে আন্দোলন করে আসছে। এই হত্যাকাণ্ড সেই অসন্তোষকে আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রশাসনের কাছে লিখিত দাবি পেশ করার ঘোষণা দেন।