মদনে গোপন অভিযান: ইয়াবাসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণার মদনে পৃথক অভিযানে ফিসারির ঘর থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোণার মদনে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬)
পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৭)
তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২)
বৃ-বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮)
মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)
পুলিশ জানায়, মদন দক্ষিণ পাড়ার একটি ফিসারির ঘরে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে ৪৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযানে রুবেল মিয়াকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন,
“পৃথক দুই অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।