প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৪:১৮ এ.এম
অবৈধ মাছ ধ্বংসকারী জালের বিরুদ্ধে বড় পদক্ষেপ, পুড়িয়ে ফেলা হলো লাখো টাকার জাল

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুতাপট্টি এলাকায় তিনটি গোডাউন থেকে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সুতাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন সাদেক ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ১ হাজার ৩০০ পিস চায়না দূয়ারী জাল এবং ৪০ লাখ টাকার দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন সাদেক বলেন,
“দেশীয় মাছ ধ্বংসকারী নিষিদ্ধ জাল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin