প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ১:০৩ পি.এম
লালমোহনে ডাকাতদের চিনে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আকিমজান (৭০) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে কামাল জানান, তার ভাই রফিক ডুবাইয়ের সঙ্গে বাবা-মা থাকতেন। সকালে ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোনো সাড়া না মেলায় পিছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় অচেতন অবস্থায় পড়ে ছিলেন বাবা তোফাজ্জল হোসেন ও ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম।
তিনি আরও জানান, এর আগেও তাদের বাড়িতে কয়েক দফা চুরি হয়েছে। এবার ডাকাতরা ঘরের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ডাকাত চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin