প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:২৩ এ.এম
রায়পুরে ধর্ষণকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে এক মুসলিম তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ওসমান চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বিপ্লবী তারুণ্য রায়পুর।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র জনতার দেলোয়ার হোসেন সম্রাট ও নিবির, শিক্ষক প্রতিনিধি কামরুল নাহার এবং রায়পুর জুলাই মঞ্চের মুখ্য সংগঠক মনির সাকিব।
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন, এ ঘটনায় কোনো ছাড় দেওয়া যাবে না। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin