প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:১৮ এ.এম
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে : মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, "যারাই তাকে আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। এটা খুব পরিষ্কার।" তিনি আরও জানান, নুরের অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও তিনি এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ফখরুল জানান, নুরের শরীরের যে অংশগুলোতে ইনজুরি হয়েছে তা খুব ফ্যাটাল; তার মস্তিষ্কেও আঘাত এবং রক্তপাত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, "চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে কোনো চিকিৎসার ত্রুটি হয়নি। সে এখনও স্বাভাবিকভাবে খেতে পারছে না, তাকে পাইপ দিয়ে তরল খাবার দিতে হচ্ছে। তার সম্পূর্ণ রিকভারি হতে সময় লাগবে। আমি মনে করি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।"
ফখরুল আরও অভিযোগ করেন, "অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ করলে সাধারণ মানুষকে কী পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে, এটা সরকারের ভাবা উচিত। আমি এটা কোনোমতেই মেনে নিতে পারি না।"
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন, তা দ্রুত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin