প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৫:৫১ এ.এম
গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ জেলা সদরের ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. উর্মি হকের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকটি ভবনের ভেতরে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে তীব্র শক খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন সহকর্মী জানান, "ঘটনাটি এত দ্রুত ঘটে যে কাউকে কিছু করার সুযোগই মেলেনি। তার শরীরে বিদ্যুতের ঝাঁকুনি লাগার সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান।"
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ঘটনায় নির্মাণশ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin