প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫৬ এ.এম
বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়।
দিনব্যাপী এই আয়োজনে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। এতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, মহিলাদল নেত্রী মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি।
নেতারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজও সেই আদর্শে অবিচল রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ ও জনগণের পাশে দাঁড়ানোই দলের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজন নড়াইলের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin