প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫৪ এ.এম
বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে বিলাইছড়িতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ধুপ্যাচর যুব সংঘ ক্লাবে এ সমাবেশের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল নারীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অদা) নাজমুল হাসান। সভাপতিত্ব করেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা এবং স্থানীয় ইউপি সদস্য রিতা চাকমা।
অনুষ্ঠানে একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে নারীর ক্ষমতায়ন, সমাজসেবার বিভিন্ন দিক এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা বলেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ অপরিহার্য। বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রসার এবং স্বাস্থ্যসেবার প্রতি নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় সাম্প্রতিক টাইফয়েড টিকা গ্রহণ ও নিবন্ধন কার্যক্রম সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সমাজসেবা অফিসের বিভিন্ন সেবা কিভাবে জনগণ পেতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, নারী সমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। এজন্য নারীদেরকে সচেতনতা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। গণযোগাযোগ অধিদপ্তরের এই নিয়মিত প্রচার কার্যক্রম জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নারী সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।
বিলাইছড়ির এই নারী সমাবেশ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin