প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫২ এ.এম
রাজবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে রাজবাড়ী জেলা বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিনব্যাপী এই আয়োজনে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিকালে শহরজুড়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সাবেক জেলা সেচ্ছাসেবক ও ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি সিরাজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ অনেকেই।
এছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে সামনে রেখে তারা আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজবাড়ী জেলা বিএনপির আয়োজিত এই কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin