প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫০ এ.এম
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১লা সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার সাকিলা ফারজানা।
প্রথমে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাদের অংশগ্রহণে শহীদ জিয়ার সমাধির উদ্দেশ্যে যাত্রা করে। নেতাকর্মীদের স্লোগান ও অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি শেষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশ ও জনগণের অধিকার রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞা করছি।”
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে তিনি নতুন উদ্দীপনার সূচনা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সংকটময় সময়ে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। আজও তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, সংগঠনের শক্তি ও জনগণের সমর্থন নিয়েই বিএনপি আগামী দিনের আন্দোলনকে আরও জোরদার করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin