বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। জেলা বিএনপির আয়োজনে সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
র‌্যালি ও সভায় অংশ নেন জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী কলিম উদ্দিন মিলন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী কয়সর এম আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. মো. আব্দুল হক, জেলা সদস্য মো. রেজাউল হক, এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, নাদীর আহমদ, মো. আনছার উদ্দিনসহ নেতৃবৃন্দ। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী অশোক তালুকদারও বক্তব্য রাখেন।
নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। এজন্য জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে শক্তিশালী করতে এবং আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে মাঠে নামতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানানো হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজিত এই র‌্যালি ও আলোচনা সভা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।