মাহাবুব সুলতান, কোটালীপাড়া, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি প্রতিরোধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঠিগাঁও গ্রামে মেধাসিড়ি বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করেন কোটালীপাড়া যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আনোয়ার হোসেন ফকির। এতে কাঠিগাঁও ও চিতশী গ্রামের শতাধিক মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক মতভেদ ভুলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা দেয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম শহিদ, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান শেখ, মতিউর রহমান মুকুল ও আবুল বাশার হাওলাদার বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, মাদক এখন শুধু ব্যক্তির ক্ষতির বিষয় নয়; এটি পুরো সমাজ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের কারণে যেমন পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়ছে, তেমনি অপরাধের বিস্তারেও এর প্রভাব স্পষ্ট। তারা মনে করেন, যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে হবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে এবং পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া বক্তারা জোর দিয়ে বলেন, নির্দোষ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে। তারা বিশ্বাস করেন, সকলে একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কোটালীপাড়া গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের আয়োজক মানিকুজ্জামান হাওলাদার বলেন, “আমরা চাই আগামী প্রজন্মকে মাদক ও অপরাধের ছোবল থেকে রক্ষা করতে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।” তার এই আহ্বানে সভায় উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে সমর্থন জানান।