প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১:৩৭ পি.এম
গোপালগঞ্জে এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গোপালগঞ্জে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের এম এইচ খান মঞ্জু ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা বিএনপি নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান তাজ, সাবেক ছাত্রনেতা এস এম সুমন, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি রবীন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সদস্য এডভোকেট ফরহাদ হোসেন, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির নেতা দয়াময় মল্লিক প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আলী মিনা ধলুসহ বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এইচ খান মঞ্জু বলেন, “আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে এলাকার সন্তান হিসেবে সব সময় জনগণের পাশে থাকব। গোপালগঞ্জে মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। আওয়ামী লীগের আমলে এ জেলা সব সময় অবহেলিত ছিল, আমি নির্বাচিত হলে এ অবহেলার অবসান ঘটাব।”
তার বক্তব্যে জনসমাগম করতালির মাধ্যমে সমর্থন জানান। সভার শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস পরিবেশন করেন মনোজ্ঞ সংগীত, যা অনুষ্ঠানস্থলকে উৎসবে রূপ দেয়।
এই আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ আয়োজন এম এইচ খান মঞ্জুর জনপ্রিয়তা ও প্রভাবকে নতুন মাত্রায় তুলে ধরেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin