প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:২৬ পি.এম
“না” ভোটের বিধান রেখে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির তফশীল ঘোষণা

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবারের মতো "না" ভোটের বিধান রাখা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রিপোর্টার্স ইউনিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা এবং ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম মিজানুর রহমান। তাঁর সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন মাজহারুল ইসলাম মিথুন ও জহুরুল হক।
তফসিল ঘোষণার এ সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, ক্যাশিয়ার ফিরোজ আহমেদ, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, জহুরুল হক, মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, আনারুল ইসলাম ও শাফিয়ার রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin