প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই ভাই নি’হ’ত হয়েছেন। শনিবার সকালবেলায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় সড়ক দিয়ে দুই ভাই মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও পথচারীরা ছুটে এসে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাশ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটিকে জব্দ করে এবং চালককে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।
অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃ’ত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা পরিবারের পাশে দাঁড়িয়েছেন।