প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১০:০৯ এ.এম
গুগলের নতুন এআই অ্যাপ ‘ভিডস’ : লেখা ও ছবিই এখন বানাবে ভিডিও

ভিডিও তৈরি এখন আর শুধু পেশাদারদের কাজ নয়। গুগল সম্প্রতি ‘ভিডস’ নামের নতুন এআই-নির্ভর অ্যাপ উন্মুক্ত করেছে, যা ব্যবহারকারীদের লেখা বা ছবি ব্যবহার করেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বানানোর সুযোগ দেবে।
অ্যাপটির মূল বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা সহজেই টেক্সট, ছবি ও অন্যান্য মিডিয়া ফাইল ব্যবহার করে গল্প বা ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি, এতে থাকবে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটার, যা ভিডিওতে তথ্য উপস্থাপন করবে।
‘ভিডস’ মূলত ব্যবসা ও পেশাদার কাজে ব্যবহারের জন্য তৈরি। ব্যবহারকারীরা নির্দিষ্ট ছবি ব্যবহার করে মাত্র ৮ সেকেন্ডের ছোট ভিডিও তৈরি করতে পারবেন। এটি প্রমোশনাল ভিডিও, প্রশিক্ষণ বা অফিস প্রেজেন্টেশনে কাজে লাগবে।
গুগল জানিয়েছে, অ্যাপটি গুগল ওয়ার্কস্পেসের সঙ্গে সংযুক্ত, তাই ডকস, শিটস বা স্লাইডসের ডেটা ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরি সম্ভব। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ভিডিও কনটেন্ট তৈরির পদ্ধতিতে নতুন মাত্রা যোগ করবে এবং সময় ও খরচ দুইয়েই সাশ্রয় করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin