প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:৪৬ এ.এম
মুকসুদপুরের জলিরপাড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭নং জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ফকির। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতা, ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, এখন থেকে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে আর যুক্ত থাকবেন না।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক বন ও পরিবেশ সম্পাদক মহিউদ্দিন শেখ (ময়ূর)। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনিও জানিয়ে দেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে দুই নেতার হঠাৎ পদত্যাগ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন সৃষ্টি করেছে। যদিও তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন এবং পদত্যাগপত্রটি গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপটে এই পদত্যাগ স্থানীয় আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin