প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:৩৫ এ.এম
স্ত্রীর তালাক পত্র পেয়ে স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর তালাক পত্র হাতে পেয়ে জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মজনু পারভেজ (৩৯) নামের এক যুবক। শনিবার (৩০ আগস্ট) সকালে তাড়াশ পৌর শহরের উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
মজনু পারভেজ তাড়াশ পৌর এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। দীর্ঘ ২৫ বছর আগে তিনি পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে ১৬ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান।
স্থানীয় সূত্র জানায়, সংসার জীবনের শুরু থেকেই অভাব-অনটনের কারণে পারিবারিক কলহ লেগেই থাকতো। তিন মাস আগে এক পর্যায়ে স্ত্রী রোকসানা খাতুন দুই সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। পারিবারিকভাবে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন মজনু পারভেজ।
এরপর মাত্র এক সপ্তাহ আগে রোকসানা খাতুন স্বামীকে উদ্দেশ্য করে তালাক পত্র পাঠান। সেই থেকে মানসিকভাবে ভেঙে পড়েন মজনু পারভেজ। পরিবারের লোকজন জানান, কয়েক দিন ধরেই তিনি হতাশায় ভুগছিলেন।
শনিবার সকালে নিজ ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin