প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:০১ এ.এম
মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে চরমান্দালীয়া ইউনিয়নের চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চরমান্দালীয়া ব্ল্যাক হোল ফুটবল একাদশ বনাম চরমান্দালীয়া ফ্রেন্ডশীপ ফুটবল একাদশ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। নির্ধারিত সময়ে সমতায় থাকার পর ট্রাইব্রেকারে যায় ম্যাচ। সেখানেই ৫-৩ গোলে জয় পায় ব্ল্যাক হোল একাদশ এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উদ্বোধনী ও ফাইনাল আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক যুবদল নেতা মো. হানিফ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন সরকার বিপ্লব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক সম্পাদক খ.ম কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বাচ্চু, সাবেক ছাত্রনেতা মহসীন কবীর, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দীন ভূঁইয়া দোলন, বড়চাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুর রহমান মাসুম, এমটিবি ব্যাংকার কামরান হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন শুধু খেলোয়াড়দের উৎসাহিত করে না, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আরাফাত রহমান কোকো স্মৃতিকে ধারণ করে এই আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিল।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। মাঠে উপস্থিত দর্শকরাও বিজয়ীদের করতালিতে উৎসাহিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin