প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:৫৮ এ.এম
পঞ্চগড়ে তিন চেয়ারম্যানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন—তিন প্রাক্তন চেয়ারম্যানের স্মৃতিকে ধরে রাখতে আয়োজিত হলো চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং জান্নাতুল রওনপুর চা ও হেল্প সোসাইটির সহযোগিতায় ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। তিনি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, তিরনইহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক আমান প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সফিজ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোমাঞ্চকর এ ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে সন্ধানী যুব সংঘ।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে। পরিবার-পরিজন নিয়ে দর্শকরা খেলা উপভোগ করেন, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্বাধীনতা-পরবর্তী সময়ে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছেন তিন গুণী চেয়ারম্যান—মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম। তাঁদের স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এমন আয়োজন তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin