ভালুকায় স্বেচ্ছাসেবক দল আহবায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব তাঁর বিরুদ্ধে চলমান মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
ধ্রুব জানান, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছেন তিনি। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত এবং ভালুকার ভায়াবহ গ্রামে প্রতিষ্ঠিত নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমিজমা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করেন। তার দাবি, এই শিল্প কারখানা পূর্ণাঙ্গভাবে চালু হলে স্থানীয় মানুষের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অথচ কিছু অরাজনৈতিক মহল ও দালালচক্র তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে ধ্রুব বলেন, “নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোনো জমি অবৈধভাবে ক্রয় করেনি। একই জমি আমরা তিনবার কিনেছি, কিন্তু এখনও সেটির দখল বুঝে পাইনি। অথচ একটি কুচক্রী মহল কাল্পনিক কাহিনি তৈরি করে আমাকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ আগস্ট দিবাগত রাতে স্থানীয় নাজমুল হক (২২), তার মা নাজমা আক্তার (৫০), ভাই নাছির উদ্দিন (২০) ও অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জন কোম্পানির টিনসেড ঘরে ভাঙচুর চালায়। এসময় তারা জোরপূর্বক স্থাপনা দখলের চেষ্টা করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ ঘটনায় ইতোমধ্যেই ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ধ্রুব স্পষ্টভাবে অভিযোগ করে বলেন, “আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় করতে একটি চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, এ ধরনের পরিস্থিতি সমাধানে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।