পানিতে ডুবে ৪:বছরের শিশুর মৃত্যু

মাহাবুব সুলতান,  গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালো ৪ বছরের শিশু অয়ন ঢালী। শুক্রবার দুপুরে উপজেলার তালপুকুরিয়া গ্রামে পরিবারের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত অয়ন ঢালী ছিলেন তালপুকুরিয়া গ্রামের নারায়ন ঢালীর একমাত্র সন্তান। শুক্রবার দুপুরে দাদির সঙ্গে তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থিত পোল্ট্রি ফার্মে যান। এ সময় দাদি মুরগিকে খাবার দিচ্ছিলেন। কিছুক্ষণ পর অয়নকে না দেখে দাদি চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকেন। পরে খুঁজে দেখা যায়, অয়ন পুকুরের পানিতে ভেসে আছে। দ্রুত উদ্ধার করে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, কোটালীপাড়া উপজেলায় প্রায় প্রতিমাসেই তিন থেকে চারজন শিশু পানিতে ডুবে মারা যায়। বিশেষ করে বর্ষাকাল বা বর্ষা-পরবর্তী সময়ে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। শিশুদের অজান্তে পুকুর বা খালে চলে যাওয়া এসব মৃত্যুর মূল কারণ বলে মনে করেন এলাকাবাসী।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, “শিশু পানিতে ডুবে মারা গেছে বলে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের সবসময় নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, পুকুর, খাল বা জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মাত্র ৪ বছরের অয়ন ঢালীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা অসহায় হয়ে পড়েছেন। এ মর্মান্তিক ঘটনায় গ্রামে নেমে এসেছে নীরবতা।