‎মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৫ পেলেন কবি ও নারী উদ্যোক্তা শাম্মি খান

কবি, সংগঠক এবং নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড২০২৫’ পেয়েছেন কবি শাম্মি খান। মঙ্গলবার (তারিখ) রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট (ট্রিপল এস হোটেল)-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
শাম্মি খান বর্তমানে শাম্মি বুটিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং নেত্রকোনার সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যচর্চা, সাংগঠনিক কাজ এবং নারী উদ্যোক্তা তৈরিতে তাঁর নিরলস প্রচেষ্টা সমাজে অনুপ্রেরণা হয়ে উঠেছে। এজন্যই তাঁকে দেওয়া হলো এই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার।
সম্মাননা গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় শাম্মি খান বলেন, “সিস্টার মাদার তেরেসা আজীবন দরিদ্র-দুঃখী মানুষের পাশে থেকেছেন। তাঁর জীবনী আমাদের জন্য অনুকরণীয়। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি চাই সমাজ, সংস্কৃতি ও নারীর উন্নয়নে আজীবন কাজ করে যেতে।”
উল্লেখ্য, মানবতার প্রতীক মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট আলবেনিয়ার স্কোপেজ শহরে জন্মগ্রহণ করেন। দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় তিনি সারা জীবন ব্যয় করেছেন। সম্প্রতি তাঁর ১১৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আলোচনা সভা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে শাম্মি খানের পাশাপাশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও সম্মাননা জানানো হয়।
এই সম্মাননা প্রমাণ করে, নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মীদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় নাবরং তা প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করে।