বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন বলেছেন, “ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া দেশে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় শাহবাজপুর বাজারে আয়োজিত এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম এবং পরিচালনা করেন শফিকুল ইসলাম জুরু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সরাইল উপজেলা আমীর এনাম খান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় শতাধিক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা মোবারক হোসাইন তার বক্তব্যে বলেন, “দুর্নীতি, বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দূর করতে হলে ইসলামি নীতির ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অন্যথায় ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।” তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে ইসলামি আন্দোলনের বিকল্প নেই।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণ যদি প্রকৃত পরিবর্তন চায়, তবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী প্রার্থীদের সমর্থন দিতে হবে।
সভা শেষে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ ইসলামি মূল্যবোধ ও আদর্শের প্রতি আস্থা রাখবে।