ঝালকাঠির রাজাপুর উপজেলায় নবাগত (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা যুবদল এবং ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুন, ওমর ফারুক সুমন, আবু সায়েম আকন, জাবের আল রাসেল এবং সদস্য সচিব সৈয়দ নাজমুল হকসহ যুবদলের নেতৃবৃন্দ।
অন্যদিকে ইসলামি আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকেও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মদ হুমায়ুন আহমদসহ একাধিক নেতাকর্মী।
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হাবশী, অর্থ সম্পাদক ফেরদৌস আহমেদ, গালুয়া ইউনিয়ন সভাপতি ডা. আল আমিন খান এবং বড়ইয়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে অভিনন্দন জানান এবং রাজাপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, নবাগত প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে স্থানীয় সংগঠনগুলোর ইতিবাচক সম্পর্ক গড়ে উঠলে রাজাপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।