প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১১:১৭ এ.এম
নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাথমিক চিকিৎসা বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন, স্থানীয় উন্নয়ন সংগঠন উত্তরণ এবং তরুণদের সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, তরুণদের হাতে এই দক্ষতা পৌঁছে দেওয়া গেলে ভবিষ্যতে সমাজে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে অনেক জীবন রক্ষা করা সম্ভব হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী উদ্বোধনী বক্তব্যে বলেন, “প্রাথমিক চিকিৎসার জ্ঞান প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই এ দক্ষতা অর্জন করে, তবে তা সারা জীবনে তাদের এবং অন্যদের জন্য উপকারে আসবে।”
শিক্ষার্থীরাও এ কর্মশালার গুরুত্ব উপলব্ধি করেছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিরা খাতুন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা এই কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এখন কোনো বন্ধুর হঠাৎ অসুস্থতা হলে দ্রুত সাহায্য করতে পারব।”
কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়—কেটে যাওয়া, পুড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া বা দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিক কী ধরনের প্রাথমিক চিকিৎসা দিতে হবে। পাশাপাশি নিরাপদে সাইক্লোন শেল্টারে যাওয়া এবং জরুরি উদ্ধার প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা এবং ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় মণ্ডল, যোগাযোগ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সদস্য সুদীপ্ত দেবনাথ ও শাহ আলমসহ শিক্ষার্থীরা।
শিক্ষকরা জানান, এ ধরনের কর্মশালা শুধু জ্ঞান নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। ফলে তারা যেকোনো জরুরি পরিস্থিতিতে ভয় না পেয়ে সাহসের সঙ্গে প্রাথমিক উদ্যোগ নিতে পারবে।
কর্মশালার সফল আয়োজনকে তারা একটি “জীবন বাঁচানোর দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে অভিহিত করেন। আয়োজকরা ভবিষ্যতেও আরও শিক্ষামূলক কর্মসূচি নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin