প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৭:২৩ এ.এম
গোপালগঞ্জে জেলা জামায়াতে ইসলামের আমিরের নির্বাচনী গণসংযোগ

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ আসনে (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা রেজাউল করিম নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শামসুল হক ফরিদপুরীর (রহ.) কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি আগামীর রাজনীতিতে ইসলামভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মোনাজাত শেষে অধ্যাপক রেজাউল করিম উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও আহ্বান জানান—দেশের শান্তি, উন্নয়ন ও ন্যায়ের শাসন নিশ্চিত করতে ইসলামী আন্দোলনের পক্ষে জনসমর্থন বাড়ানোর।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের গোপালগঞ্জ জেলা সেক্রেটারি আল মাসুদ, পৌর আমির মাওলানা এনামুল হক, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শওকত আলম আজাদ, তথ্য সম্পাদক অ্যাডভোকেট ইজাহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব, কোটালিপাড়া জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার, কোটালিপাড়া আমির গাজী সোলায়মান এবং টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র শিবির সভাপতি সাইফ খান। এছাড়াও টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলা জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন বাজার ও দোকানপাটে প্রচারপত্র বিতরণ করা হয়। স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচির শেষ পর্যায়ে পাটগাতি বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসলামী শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ ভোটারদের কাছে সমর্থন চান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin