প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৭:০৬ এ.এম
নেত্রকোণায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১১৮৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে পাঁচগাও বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে ভারতীয় এসি ব্ল্যাক মদ ৩৬ বোতল, ম্যাক ডোয়েলস ১২ বোতল এবং অফিসার্স চয়েজ ২ বোতলসহ মোট ৫০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনায় জমা দেওয়া হবে।
এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin