প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১২:৩৭ পি.এম
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ জেলার মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অরোণ্য (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরোণ্য মহেশপুর উপজেলার তালশার গ্রামের বাসিন্দা শুকুর বিশ্বাসের (৫১) সেজ ছেলে। তিনি পদ্মপুকুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অরোণ্য কলেজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পদ্মপুকুর খন্দকার সালমা মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওপাশ থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তবে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অরোণ্য মারা যান।
এ বিষয়ে মহেশপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুজ্জামান বলেন, “আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin