প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১২:৩৫ পি.এম
ক্লাস রুমে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, কোটালীপাড়া হাসপাতালে ভর্তি-৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ দুর্গন্ধে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে, যা বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভবনের দ্বিতীয় তলায় গণিত ক্লাস চলাকালে হঠাৎ জানালা দিয়ে প্রবল দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, গন্ধটি কীটনাশক কিংবা টয়লেটের দুর্গন্ধের মতো মনে হচ্ছিল। এতে অনেকের মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি ভাব শুরু হয়। পরে দ্রুত সবাই ভবন থেকে বেরিয়ে মাঠে চলে আসে। এ সময় প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকরা ১০-১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর অসুস্থ ৮ জন শিক্ষার্থীকে দ্রুত কোটালীপাড়া ৫৯ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন – ঝিলিক বৈদ্য (১৪), আব্দুল্লাহ খন্দকার (১২), স্মৃতি বৈদ্য (৯), ঝুমা বাড়ৈ (১৩), রোদেলা (১৪), রিয়ান্তা মীর (১৬) ও রিতা হালদার (১৪)।
অষ্টম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া খানম বলেন, “আমরা ক্লাসে বসা অবস্থায় হঠাৎ বিষাক্ত গন্ধে শ্বাস নিতে পারছিলাম না। সবাই আতঙ্কে নিচে নেমে আসি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী জানান, সহকারী প্রধান শিক্ষক দুলাল মধু ঘটনাটি জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তবে বিদ্যালয়ের চারপাশ খুঁজেও দুর্গন্ধের উৎস শনাক্ত করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “শিক্ষার্থীরা মূলত আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই।”
এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিভাবকরা সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin