
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল ও রাতে উপজেলার খারনই ইউনিয়নের দুই স্থানে অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানটি বিকেল সাড়ে ৫টায় পরিচালিত হয়। খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭৭/১০-এস হতে প্রায় ৪০০ গজ ভেতরে উত্তর খারনই এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় রয়েল স্টেজ ৫ বোতল ও এসি ব্ল্যাক ৩ বোতলসহ মোট ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এরপর রাত সাড়ে ৭টায় কচুগড়া বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে প্রায় ৩০০ গজ ভেতরে বনবেড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় এসি ব্ল্যাক ১২ বোতল ও এমসি ডোয়েলস ১২ বোতলসহ মোট ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত মদ যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।