জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান তার ২৫তম জন্মদিন উদযাপন করলেন এক ভিন্ন আঙ্গিকে। রঙিন আয়োজন, কেক কাটার আনুষ্ঠানিকতা কিংবা ব্যয়বহুল উদযাপন থেকে বিরত থেকে তিনি দিনটি কাটিয়েছেন সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে থেকে।
জন্মদিনের দিন সোহান বিভিন্ন স্থানে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় শিশুরা খাবার পেয়ে আনন্দ প্রকাশ করে। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।
নিজ জন্মদিন উপলক্ষে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আমি চাই, আগামী জীবনে যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারি। মানবজীবনের আসল সম্পদ হলো পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য। এটি যদি প্রত্যেকের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের সমাজ, বিশেষ করে আমার প্রাণের ক্যাম্পাস অনেকাংশে এগিয়ে যাবে।”
তিনি আরও যোগ করেন, “ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই জনশক্তিকে জ্ঞানপিপাসুতে রূপান্তরিত করতে পারে। তাই সকলের কাছে আমার জন্মদিনের বিশেষ দোয়া চাই, যেন আমি এই আদর্শ নিয়ে জীবনভর এগিয়ে যেতে পারি।”
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সহপাঠী, বন্ধু এবং স্থানীয়রা। তারা মনে করেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। বিশেষত তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করবে।