প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১০:১৬ এ.এম
দুর্ভোগ থেকে মুক্তি : পূর্বধলায় জারিয়া ও বৈরাটীতে রাস্তা সংস্কার করলেন অধ্যাপক মাছুম মোস্তফা

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফার উদ্যোগে পূর্বধলার জারিয়া ও বৈরাটী ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা হাজারো মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে জারিয়া ইউনিয়নের জারিয়া থেকে জারিয়া পূর্বপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন অধ্যাপক মাছুম মোস্তফা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একই দিনে বৈরাটী ইউনিয়নের আবদুস ছমেদ সাহেবের বাড়ি থেকে জিগাতলা পশ্চিমপাড়া পর্যন্ত কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়। বহুদিন ধরে কর্দমাক্ত অবস্থায় থাকা এই রাস্তার কারণে স্থানীয়দের ভোগান্তির শেষ ছিল না। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়তো, বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হতো কষ্ট করে, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে ভোগান্তি পোহাতে হতো এবং রোগী পরিবহনে চরম সমস্যা তৈরি হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, “এই অঞ্চলের সাধারণ মানুষ অনেকদিন ধরে রাস্তাঘাটের কারণে সীমাহীন দুর্ভোগে ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগী পরিবহনে মানুষকে অসহনীয় কষ্ট করতে হয়েছে। জনগণের এই দুর্দশার কথা ভেবেই আজ আমরা রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যেতে চাই। জনগণের সমর্থন থাকলে ধাপে ধাপে প্রতিটি রাস্তা, ব্রিজ-কালভার্ট এবং জনসেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ অধ্যাপক মাছুম মোস্তফার এ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এলাকাবাসীরাও জানিয়েছেন, দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে আজকের এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin