স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় শীর্ষক নেত্রকোণায় আলোচনা সভা

নেত্রকোনায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২৫, সোমবার দুপুর ১২টায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সভায় সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ একরামুল হাসান (ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক), ডা. মো. মাজহারুল আমীন (ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার), ডা. প্রবাল দত্ত অধিকারী (কনসালটেন্ট), ডা. মৃদুল দেবনাথ ও ডা. মো. রুহুল আমীন। এছাড়া নার্স ইন্সট্রাকটর শারমিন আক্তার ও সুবর্ণা তালুকদার, সমাজসেবা অফিসার ফেরদৌস আহম্মেদ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ-এর প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী বক্তব্য রাখেন।
সভায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দের পাশাপাশি স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি মাসুম ইবনে জয়নাল, অলিভিয়া আক্তার ও চয়ন সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আলপনা বেগম, মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম সবুজ, আব্দুল হাই, তানভীর হায়াত খান, মৃণাল চক্রবর্তীসহ যুব ফোরামের সুমাইয়া আক্তার, সুশান্ত পাল ও দিবস সরকার। রোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাফিয়া আক্তার, হাবিবুর রহমান, জয়মনি, শ্রীমতি বিশ্বাস, সাজেদা বেগম, তাহেরা বেগম ও দুলেনা আক্তার।
আলোচনায় বক্তারা হাসপাতালের সেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা, রোগীর অধিকার নিশ্চিতকরণ এবং অংশীজনদের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার উন্নতি শুধু চিকিৎসক বা হাসপাতাল প্রশাসনের ওপর নির্ভর করে না; বরং রোগী, পরিবার, সমাজ ও নীতিনির্ধারকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব।
সভাপতি মোজাম্মেল হক বাচ্চু সমাপনী বক্তব্যে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরাম ও সদর হাসপাতালের পক্ষ থেকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান।