স্থানীয়রা জানান, গত ১০-১২ দিন ধরে বিশ্বরোড থেকে দৃশ্যমান সোনাসুর মৌজায় দিনে-রাতে প্রায় কয়েক বিঘা ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিকাজ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি নজরে এনে ইউএনওকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক, গোপালগঞ্জ সদরের এসিল্যান্ড, ইউএনও, পাইককান্দী ইউনিয়নের তহশীলদার এবং গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ যৌথভাবে সজীব শিকদারকে বালু উত্তোলন বন্ধ করার জন্য সতর্ক করেছেন।
তবে এলাকাবাসীর অভিযোগ, ভূমিদস্যু সজীব শিকদার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এখনও অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, যাতে সজীব শিকদারকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয়রা মনে করেন, এই ধরনের অবৈধ কার্যক্রম রোধ করা না হলে কৃষি উৎপাদন ও পরিবেশের উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ আশা করছেন।