রাজবাড়ীতে মায়ের সাথে অভিমান করে তাবাচ্ছুম খান ইভানা (১৮) নামে এক মাদরাসা পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের ভবানিপুর নতুনপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইভানা ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা কে এম ইলিয়াছের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে কোনো এক সময় সে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ইভানার দাদা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খান বলেন, “সকালে নাতনির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মায়ের উপর অভিমান করেই ইভানা আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা জানান, ইভানা পড়াশোনায় ভালো ছিল। তবে ব্যক্তিগত জীবনে মানসিক চাপে ভুগছিল বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনা সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পারিবারিক সম্পর্কের গুরুত্বকেও সামনে নিয়ে আসে।
পরিবার ও স্থানীয়দের দাবি, তরুণ প্রজন্মকে মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি পারিবারিক বন্ধন আরও দৃঢ় করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা এড়ানো যায়।