গোপালগঞ্জে মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ৪৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আবু দারদা শোহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, গোপালগঞ্জ জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ও প্রথিতযশা শিক্ষানুরাগী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মনোয়ারা জালাল ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান শিকদার (কামাল)। তিনি বলেন, “কৃতি শিক্ষার্থীরাই জাতির সম্পদ। তাদের এগিয়ে যেতে হলে পরিবার, শিক্ষক ও সমাজকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিট কেয়ার একাডেমির শিক্ষক তাওহীদ ইসলাম। এসময় একাডেমির পরিচালক আরাফাত আলম, ফোকাস-এর চেয়ারম্যানসহ প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একে একে ৪৫০ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সকালে বৈরী আবহাওয়ার কারণে যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের সংবর্ধনা ক্রেস্ট পরবর্তীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয়া হয় বলে আয়োজকরা জানান।
সংবর্ধনা শেষে আয়োজক কর্তৃপক্ষ অতিথিদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।