
বাকৃবিতে নতুন কর্মসূচির ঘোষণা: বুধবারের মধ্যে দাবি না মানলে ব্ল্যাকআউট

“কম্বাইন্ড ডিগ্রি নিয়ে অনুষ্ঠিত ভোটগ্রহণে কাউকে জোর করা হয়নি। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং এটি উপাচার্যের নির্দেশে গঠিত নিরপেক্ষ কমিটির অধীনে সম্পন্ন হয়েছে।” তারা আরও জানান, নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দিয়েছে এবং নবীনবরণ অনুষ্ঠান ও ক্লাস বর্জন করেছে।(১৮০)।
আগামী বুধবারের মধ্যে কম্বাইন্ড ডিগ্রি চালুর লক্ষ্যে অ্যাকাডেমিক কাউন্সিল গঠন না করা হলে বাকৃবিতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।