ত্রাণ সংগ্রহ করতে গিয়েও মৃত্যুর ঝুঁকি, নিহতের সংখ্যা ৬২ হাজার ৭৪৪

ইসরাইলি হামলায় গাজায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত ও ৪৯২ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি ৬২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার (২৫ আগস্ট) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরাইলি বিমান ও স্থল হামলায় আরও অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরাইলি সেনাদের নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহের সময়। তবে প্রকৃত নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সরঞ্জাম ও লোকবলের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি। গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা ভেঙে যায় ১৮ মার্চ। এরপর থেকে নতুন করে ১০ হাজার ৯০০ জন নিহত এবং ৪৬ হাজার ২১৮ জন আহত হয়েছেন।
এছাড়া খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১২৩ জন নিহত এবং অন্তত ১৫ হাজার ৬১৫ জন আহত হয়েছেন।
অবরুদ্ধ গাজায় প্রতিদিন বাড়ছে মানবিক বিপর্যয়। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি প্রকট হয়ে উঠেছে, ফলে আহতদের অনেককেই চিকিৎসা না নিয়েই মৃত্যুবরণ করতে হচ্ছে। আন্তর্জাতিক মহল অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার আহ্বান জানালেও পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।