গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ে চলছে নীরব চাঁদাবাজি

গোপালগঞ্জ শহরের ব্যস্ততম পোস্ট অফিস মোড় নীরব চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। মোড়ের আশপাশে থাকা রেস্টুরেন্ট, সেলুন, মুদি দোকান, চায়ের দোকান, পান-সিগারেটের দোকানসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অঘোষিত এই চাঁদাবাজির শিকার হয়ে আসছেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ও চিহ্নিত ব্যক্তিরা নিয়মিতভাবে দোকানে গিয়ে বিনা মূল্যে খাবার খাওয়া, চুল কাটা বা পণ্য ক্রয় করার পর কোনো টাকা প্রদান করেন না। দোকানিরা টাকা চাইলে উল্টো তাদের ভয়-ভীতি দেখানো সহ নানা হুমকির সম্মুখীন হতে হয়। মুখ বুজে এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা এই পরিস্থিতি মেনে নিচ্ছেন।
অভিযোগের আঙুল উঠেছে কিছু স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে। এছাড়া অনেকে সাংবাদিক পরিচয় দিয়েও এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছেন। তারা নিজেদের পরিচয়কে ব্যবহার করে দোকানিদের কাছ থেকে বিনা মূল্যে সুবিধা গ্রহণ করেন। এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ীরা শুধু আর্থিক ক্ষতির মুখে পড়ছেন না, বরং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পোস্ট অফিস মোড় এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন আমাদের দোকানে কয়েকজন এসে খাবার খেয়ে যায়, কিন্তু টাকা দেয় না। আমরা চাইলে হুমকি দেয়। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।”
স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অনিয়মের কথা নিশ্চিত করেছেন। তাদের দাবি, প্রশাসন বিষয়টি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
ভুক্তভোগী দোকানিরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারেন।