গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রোভার স্কাউটের উদ্যোগে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৪০০টি ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঠগোলাপের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এই বৃক্ষরোপণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য রোভার স্কাউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি, এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, রোভার স্কাউটের সম্পাদক মো. মজনুর রশিদ, ইংরেজি বিভাগের সভাপতি মো. জুবাইর আল মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাহমিনা বেগম এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দীন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু ক্যাম্পাসকে সবুজায়ন করবে না, বরং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার দায়িত্ববোধও জাগ্রত করবে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, এমন উদ্যোগ দেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।